সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

টুলসার গণহত্যার একশ বছর

টুলসার গণহত্যার একশ বছর

মে ২৫, ২০২১ ৫১৪ 1

১৯১১ সালের ৩১ শে মে থেকে ১ জুন পর্যন্ত, এক দল শ্বেতাঙ্গ গ্রীনউড, ওকলাহোমা আক্রমণ করে। গ্রীনউড ছিল দেশের সবচেয়ে কৃষ্ণাঙ্গ সম্প্রদায় অধ্যুষিত সমৃদ্ধতম অঞ্চল। সেদিন দাঙ্গাকারীরা আনুমানিক ৩০০ কৃষ্ণাঙ্গ মানুষকে হত্যা করেছিল এবং ১০,০০০ মানুষকে গৃহচ্যুত করেছিল। ওরা অন্ততপক্ষে ১,২৫৬টি আবাসন, গীর্জা, স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে ফেলে। “ব্ল্যাক ওয়াল স্ট্রিট” নামে পরিচিত আশেপাশের প্রায় ৪০টি ব্লক ধ্বংস করে দেয়। টুলসার গণহত্যার শতবর্ষ পূর্তি উপলক্ষে সেই নিরীহ মানুষদের স্মরণ করছি।

সেই সময়ে গ্রীনউড ছিল আমেরিকার অন্তত এক ডজন ভয়াবহ একতরফা গণহত্যার ঘটনার মধ্যে একটি। হত্যাকাণ্ডগুলি ঘটেছিল আমেরিকার দক্ষিণপূর্ব ভাগের রাজ্যগুলোতে। এই ভয়াবহ হত্যাকাণ্ডের কোন বিচার সেই সময়ে হয়নি। তার বহু পরে ১৯৯৭ সালে ওই গণহত্যায় যেসব শিশু বেঁচে ছিল তাদের সেই অভিজ্ঞতা রেকর্ড করা হয়।

জাতি ঘৃণা, সংখ্যালঘুর সম্পদে ঈর্ষা, যেনতেন প্রকারে সেই সম্পদ কেড়ে নেওয়া ও ঘৃণার বসে মানুষকে খুন করার প্রবৃত্তি দেশকাল মানে না।

— মধুশ্রী বন্দ্যোপাধ্যায়।

.smithsonianmag.com/tulsa-race-massacre

মন্তব্য তালিকা - “টুলসার গণহত্যার একশ বছর”

মন্তব্য করুন

আপনার ইমেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।