সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

রোমান যুগের  শিকলে বাঁধা সমাধি

রোমান যুগের শিকলে বাঁধা সমাধি

জানুয়ারি ৬, ২০২২ ৩৯২ 0

সমাহিত করার সময় শিকল খোলা হয়নি। নিরুপায় হয়ে শিকল পরা অবস্থাতেই সমাহিত করা হয়েছিল, অবহেলায় বা  আক্রোশে আজ তা গবেষণার বিষয়। খ্রিস্টিয় প্রথম ও দ্বিতীয় শতাব্দীর কয়েকশো এমন কবর পাওয়া গেছে দক্ষিণ পশ্চিম ফ্রান্সের কবরস্থানে। প্রত্নতাত্ত্বিকদের দাবি অনুযায়ী সমাধিগুলি রোমান যুগের। আশ্চর্যের বিষয়, এই কবরগুলির মধ্যে বেশকিছু কবরে দুটি করে মৃতদেহ রয়েছে। প্রত্নতাত্ত্বিকরা খনন করে যে পাঁচটি মৃতদেহ বার করেছেন তার মধ্যে একটি শিশুর মৃতদেহ।

প্রত্যেকের হাতে, পায়ে ও ঘাড়ে শিকল বাঁধা আছে। অন্যান্য সমাধিতে কোনো নিদর্শন না পাওয়া গেলেও শিশুটির সমাধিতে পাঁচটি ফুলদানি পাওয়া গেছে।

‘অনন্ত কালের জন্য শিকল বাঁধা’ শিরোনামে খবরটি প্রকাশিত হয়েছিল আমেরিকার প্রত্নতাত্ত্বিক ইনস্টিটিউটের একটি প্রকাশনা ‘Archaeology’তে।

খবরটি বিস্তারিত পড়তে চোখ রাখুন নীচের লিঙ্কে ।

-লিপিকা ঘোষ

https://www.archaeology.org/issues/169-1503/trenches/2974-france-gallo-roman-necropolis

মন্তব্য করুন

আপনার ইমেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।