সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

সান্তা ক্লস-এর মেঝে

সান্তা ক্লস-এর মেঝে

অক্টোবর ২০, ২০২২ ৩১১ 1

এখন তো উৎসবের মরসুম। দুর্গা পুজো গেল। কালীপুজো আসছে। তারপর আসবে ক্রিসমাস।

ক্রিসমাস এলেই প্রভু যীশুর সাথে যার নাম মনে আসে তিনি হলেন সান্তা ক্লস। কিংবদন্তি অনুযায়ী সান্তা ক্লস বলে কোন এক সময়ে কেউ একজন ছিলেন যিনি  নাকি ক্রিসমাসের আগের দিন রাতে বাড়ি বাড়ি গিয়ে ক্রিসমাসের উপহার রেখে আসতেন।

তাহলে সান্তা ক্লস কি শুধুই এক কল্পনা নাকি কোন এক সময়ে সত্যিই ছিলেন রক্ত-মাংসর কেউ সান্তা ক্লস বলে? একদল ঐতিহাসিকের মতে সান্তা ক্লস বলে সত্যি একজন ছিলেন সাধারণ অব্দের চার শতকে। তাঁর নাম ছিল সন্ত নিকোলাস। তিনি থাকতেন সেই সময়কার রোমান সাম্রাজ্যের লিসিয়া অঞ্চলের মায়রা (অধুনা ডেমর) বলে এক জায়গায়। এই জায়গাটি এখন তুরস্কের অন্তর্গত। এই এলাকায় বাইজান্টাইন সময়কার একটি চার্চ আছে এবং মনে করা হয় যে এই চার্চ-এর বিশপ ছিলেন সন্ত নিকোলাস।

সম্প্রতি, এই ধারণার পালে হাওয়া দিয়েছেন শ্রীমান ওসমান এরাভসার, তুরস্কের ‘প্রভিন্সিয়াল কালচারাল হেরিটেজ প্রিভেনশন নওয়ার্ড ইন আনাতালিয়া’-এর প্রধান। তাঁর দাবি যে তাঁর দলবল ডেমর-এর ওই চার্চের বর্তমান মেঝের তলায় আরেকটা মেঝে খুঁজে পেয়েছে যার ওপর দঁড়িয়ে সন্ত নিকোলাস সমবেত প্রার্থনাসভার  নেতৃত্ব দিতেন। অর্থাৎ এরাভসার-এর দলবল সেই মেঝের ওপর দিয়ে হেঁটেছে যে মেঝেতে হাঁটতেন সন্ত নিকোলাস সাধারণ অব্দের চার শতকে।

এই বিষয়ে জানতে চাইলে ক্লিক করুন নিচের দেওয়া লিঙ্কে।

-শান্তনু ভৌমিক

মন্তব্য তালিকা - “সান্তা ক্লস-এর মেঝে”

মন্তব্য করুন

আপনার ইমেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।