কাশ্মীরে বিষ্ণু
সম্প্রতি জম্মু এবং কাশ্মীরে পাওয়া গেল বিষ্ণুকে। বিষ্ণু বলতে যে সে বিষ্ণু নয়, ‘ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর’-এর বিষ্ণু। ভগবান বিষ্ণু। তবে উনি সশরীরে দেখা দেননি।যা পাওয়া গিয়েছে তা হল ওনার মূর্তি। কত প্রাচীন সে মূর্তি? তা ধরুন প্রায় বারোশ বছর।আজ্ঞে হ্যাঁ, জম্মু কাশ্মীরের বুধগাম জেলায় পাওয়া এই বিষ্ণু মূর্তিটি সাধারণ অব্দের নয় শতকে তৈরী হয়েছিল বলেই মনে করা হচ্ছে। গান্ধার এবং মথুরা স্থাপত্য শৈলীর সংমিশ্রনে তৈরী এই মূর্তির আছে তিনটি মাথা এবং চারটি হাত। ডানদিকের ওপরের হাতে ধরা আছে পদ্ম ফুল। এছাড়াও বুধগাম জেলার খাগ অঞ্চলে পাওয়া গিয়েছে আর এক স্থাপত্য কীর্তি যা ‘পঞ্চমুখ’-এর ভগ্নাবশেষ বলে মনে করা হচ্ছে।
এই বিষয়ে বিশদে পড়তে হলে ক্লিক করুন নিচের দেওয়া লিংকে।
– শান্তনু ভৌমিক
বিশেষ কৃতজ্ঞতা স্বীকার: রজত সরকার