সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

ফুল প্যান্ট

ফুল প্যান্ট

অক্টোবর ১৯, ২০২১ ৪৯৩ 0

হটাৎ করে বহুবছর আগের এক দুর্গাপুজোর কথা মনে পড়ে গেল। কত আগের? দাঁড়ান, কড় গুনে বলছি। ১৯৮৯…..১৯৮৮…..১৯৮৭…….১৯৮৬। হ্যাঁ ১৯৮৬। তখন আমি ক্লাস এইট’এ পড়ি। তা কি বিশেষ কান্ড ঘটেছিল সেই দুর্গাপুজোয়? হুম……সেই প্রথম আমি ট্রাউজার পরেছিলাম। একটা বাদামি রংয়ের ট্রাউজার। তখন অবশ্য আমরা ট্রাউজার বলতাম না। বলতাম ফুল প্যান্ট। সেই পুজোর পাঁচদিন ওই একটাই ফুল পেন্টুল’এ কাটিয়েছিলাম। জীবনে প্রথম ট্রাউজার পরে এতটাই খুশি আর উত্তেজিত ছিলাম। এখনকার ছেলে মেয়েরা অবশ্য প্রথম ট্রাউজার পরে মাঞ্জা দেওয়ার আনন্দ আর পায় না। কারণ সেই বয়সে আসার আগে থেকেই ট্রাউজার পরতে শুরু করে দেয় যে।

তা হঠাৎ দুর্গাপুজোয় ‘প্রথম ট্রাউজার’ পরার কথা মনে পড়ে গেল কেন? সদ্য দূর্গা পুজো গেল বলে? না, না, তা নয়। মুম্বাইতে দূর্গা পুজো কবে এল আর কবে গেল ঠাহর করতেই পারলাম না। মুম্বাইয়ের দূর্গা পুজো তো কলকাতার দূর্গা পূজার ধারে কাছে আসে না। তাও আগের বছরগুলো দুধের স্বাদ ঘোলে মেটাতাম। কিন্তু গত দু’বছর করোনা মাতার কল্যাণে দূর্গা মাতা মুম্বাইপ্রবাসী বাঙালিদের জীবন থেকে সাময়িক বিরতি নিয়েছেন। জীবনে প্রথম ট্রাউজার পরার কথা মনে করিয়ে দিল ইয়াংহাই কবরস্থানে কিছু গবেষকের কাজকর্ম।

চীনের উত্তর পশ্চিম অংশে আছে এক ‘এন্ডোরহেইক’ অববাহিকা যার নাম ‘তারিম অববাহিকা’। ‘এন্ডোরহেইক’ অববাহিকা হচ্ছে এমন এক অববাহিকা যেখানে চারদিক থেকে গড়িয়ে জল আসে কিন্তু যেখান থেকে জল বেরিয়ে অন্য কোন হ্রদ, নদী বা সাগরে যেতে পারে না। এই তারিম অববাহিকাতে আছে ইয়াংহাই কবরস্থান যেখানে আছে হাজার বছরেরও পুরনো পাঁচ’শর বেশি কবর। ওই কবরগুলোর টানেই ওখানে যান গবেষকরা আর সেখানেই সদ্য খোঁড়া কবরে পেয়েছেন পৃথিবীর সবচেয়ে পুরনো ট্রাউজার। কত পুরনো? মাত্র তিন হাজার বছর। কার্বন ডেটিং তো তাই বলছে।

তার মানে মানুষ প্রথম ট্রাউজার পড়েছিল তিন হাজার বছর আগে? উঁহু। গবেষকরা বলছেন আরো আগে। কিসের ভিত্তিতে বলছেন এই কথা গবেষকরা? যে দু’টো ট্রাউজার পাওয়া গিয়েছে তার কেতা দেখে। হুম…….। তা মানুষ ট্রাউজার পরতে শুরু করেছিল কবে এবং কেন? দূর্গা পুজোপুজোর প্যান্ডেল হপিং’এর জন্য?    

আর লেখার সময় নেই আমার। কলিং বেল বাজছে। ইস্ত্রিওয়ালা এসেছে। আমি চললাম কাচা ট্রাউজারগুলো ইস্ত্রি করতে দিতে। কাল মিটিং’এ যেতে হবে। আপনি বরং নিচের লিংক ব্যবহার করে পড়ে নিন পহেলা ট্রাউজারের বাকি কিস্যা।

– শান্তনু ভৌমিক

https://phys.org/news/2014-06-year-trousers-chinese-grave-oldest.html

মন্তব্য করুন

আপনার ইমেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।