কণাপদার্থবিদ্যার বিবর্তন (পর্ব – ১)

শিরোনামটা দেখলেই যে অনিবার্য প্রশ্নগুলোর মুখে পড়তে হবে তা হল, “কণাপদার্থবিদ্যা বিষয়টা আবার কী মশাই? তার বিবর্তনই বা আবার কী বিষয়?” প্রশ্নগুলো সহজ কিন্তু খুব সহজে এর উত্তর দেওয়া যায় না কারণ আপাত সরল প্রশ্নের আকারে আসলে পেশ করা হয়েছে মানবমনীষার মৌল প্রশ্ন। সুতরাং আগে বুঝে নিই কণাপদার্থবিদ্যা বিষয়টা ঠিক কী। কণাপদার্থবিদ্যাকে প্রকৃতপক্ষে বলা উচিৎ … পড়তে থাকুন কণাপদার্থবিদ্যার বিবর্তন (পর্ব – ১)