সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

প্রাচীনতম মিশরীয় প্যাপিরাসে মমি করবার পদ্ধতি সম্পর্কে বিবরণ

প্রাচীনতম মিশরীয় প্যাপিরাসে মমি করবার পদ্ধতি সম্পর্কে বিবরণ

মার্চ ৮, ২০২১ ৫৬৬ 2

সম্প্রতি মিশর থেকে একটি প্রাচীন প্যাপিরাস পাওয়া গেছে যাতে মমিকে সুগন্ধি মলম দিয়ে লেপে দেবার পদ্ধতির বিস্তৃত বর্ণনা আছে। এটি প্রাচীন মিশরের চিকিৎসা সংক্রান্ত বিষয়ের আপাতত জ্ঞাত সবচাইতে প্রাচীন নির্দেশাবলী।

প্রত্নতাত্ত্বিক রেকর্ডে মমি করবার প্রক্রিয়াটির বিবরণ পাওয়া সহজসাধ্য নয়- এতাবৎ কালে এইরকম শুধু আরও দুটি ‘ম্যানুয়াল’ পাওয়া গেছে। এই প্যাপিরাসটি আবার সেগুলির মধ্যে প্রাচীনতম। এটি ১৪৫০ সাধারণ পূর্বাব্দের প্রাচীন একটি স্ক্রোলের মধ্যে পাওয়া গেছে। প্যাপিরাসটিতে পোকা প্রতিরোধকারী ভেষজ পর্দাথ তৈরির বর্ণনা দেওয়া আছে। আবার মৃত মানুষের মুখের ফোলাভাব কমাতে লাল লিনেনের মোড়ক ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়েছে ।

কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের ক্রস-কালচারাল অ্যান্ড রিজিওনাল স্টাডিজ বিভাগের গবেষণা সহকারী সোফি সিড তার ডক্টরাল থিসিসের জন্য গবেষণার সময়ে এই প্যাপিরাস প্রথম অনুবাদ করেন।

পুরো খবর পড়ার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন।

— মধুশ্রী বন্দ্যোপাধ্যায়।

Earliest-mummification-manual

মন্তব্য তালিকা - “প্রাচীনতম মিশরীয় প্যাপিরাসে মমি করবার পদ্ধতি সম্পর্কে বিবরণ”

মন্তব্য করুন

আপনার ইমেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।