সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

ডেড সী স্ক্রোল

ডেড সী স্ক্রোল

মার্চ ২০, ২০২১ ৬১৮ 1

ইজরায়েলের মরুভূমির গুহায় ওই দেশের প্রত্নতাত্ত্বিকরা আবার ডেড সী স্ক্রোল আবিষ্কারের কথা ঘোষণা করেছে। ডেড সী স্ক্রোল হল পাকানো চামড়ায় পুরনো দিনের লেখা। এগুলি পাওয়া গেছে ডেড সী-র পাশে এক গুহায়। সম্ভত দুই হাজার বছর আগে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ‘বার কোচবা’ ইহুদি বিদ্রোহের সময় এই স্ক্রোলগুলি এখানে লুকিয়ে রাখা হয়েছিল। ১৯৪০ সালে প্রথম পর্বে ডেড সী-র স্ক্রোল আবিষ্কৃত হয়। এগুলি হিব্রু বাইবেলের দ্বিতীয় প্রাচীনতম টিঁকে থাকা পাণ্ডুলিপি বলে মনে করা হয়। তরপর এতদিন বাদে আবার সেই ডেড সী-র স্ক্রোল আবিষ্কৃত হল।

স্ক্রোলগুলি ধর্মীয়, সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং ভাষাগত দিক দিয়ে খুবই তাৎপর্যপূর্ণ। আবিষ্কৃত সর্বশেষ স্ক্রোলগুলিতে হিব্রু বাইবেল থেকে গ্রীক পাঠ লেখা রয়েছে। রচনার রীতির উপর ভিত্তি করে বলা যায় যে স্ক্রোলগুলি রচিত হয়েছে তৃতীয় সাধারণ পূর্বাব্দ থেকে প্রথম সাধারণ পূর্বাব্দর মধ্যে। জেরুজালেমের প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে একটি প্রত্যন্ত অঞ্চলে মরুভূমির মধ্যে গুহাটি অবস্থিত। ১৯৬০-এর দশকে এর মধ্যে ৪০ টি মানব কঙ্কালের সন্ধান পাওয়া গিয়েছিল। তাই এটি ‘হরর গুহা’ নামে খ্যাত। এই স্ক্রোলগুলি ছাড়া এখানে ১০,০০০ বছরের পুরনো হাতে বোনা ঝুড়ি, ৬,০০০ বছরের পুরনো এক শিশুর ফসিল পাওয়া গেছে।

পাওয়া গেছে রোমান যুগের চটি ও মুদ্রা। এই চটিতে আবার তীরের আঘাত আছে। রোমান যুগে ইহুদি ও রোমান সম্রাটের প্রতিনিধির বিরুদ্ধে ইহুদিদের বিদ্রোহের প্রমান এই পুরাতাত্ত্বিক বস্তুগুলি। সম্ভবত ব্যর্থ ‘বার কোচবা’ অভ্যুত্থান ১৩২ সাধারণ পূর্বাব্দ থেকে ১৩০ সাধারণ অব্দের মধ্যে হয়েছিল বলে মনে করা হয়।

পুরো খবরটি পড়ার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন।

— মধুশ্রী বন্দ্যোপাধ্যায়।

More-dead-sea-scrolls-second-oldest-hebrew-bible-manuscript-found

মন্তব্য তালিকা - “ডেড সী স্ক্রোল”

মন্তব্য করুন

আপনার ইমেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।