বিজ্ঞান এবং প্রযুক্তির ইতিহাস
বেদ, বেদান্ত, উপনিষদ, কোরআন, বাইবেল, আবেস্তা বা তালমুদ ইত্যাদির নাম শুনলেই ধর্মপ্রাণ ব্যক্তিদের গায়ে কাঁটা দিয়ে ওঠে, ভক্তির আবেশে চোখ বন্ধ হয়ে আসে। তেমনি বিপ্লব বা রেভোল্যুশন শব্দগুলি কানে গেলে বোধ করি বহু মানুষের; যার মধ্যে ইতিহাসবিদ, সমাজবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব যেমন আছেন তেমনি সাধারণ মানুষও আছেন, রক্ত গরম হয়ে ওঠে, মুষ্টিবদ্ধ হয় হাত। আচ্ছা, এই বিপ্লবী বা ভক্ত কোন দলের মধ্যেই কি কোন বিজ্ঞানীকে কল্পনা করতে পারেন? বিজ্ঞানের বিষয়গুলির মধ্যে এমন কোন শব্দ কল্পনা করতে পারেন যা বিজ্ঞানী বা বিজ্ঞান শিক্ষিত ব্যক্তিদের ওপর এমন প্রভাব ফেলতে পারে?