সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

ইতিহাসের খবর

দীর্ঘকাল প্রামাণিক বলে চিহ্নিত কোনও প্রত্নতাত্ত্বিক উপাদান আদতে জাল, এমন খবর আমরা মাঝেই মাঝেই পাই। বিশেষ করে প্রাচীন মুদ্রার ক্ষেত্রে এইপ্রকার সংবাদ হরদম পাওয়া যায়। কিন্তু সম্প্রতি অধ্যাপক পল পিয়ার্সনের নেতৃত্বে ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং ইউনিভার্সিটি অফ গ্লাসগোর গবেষকদের একটি রোমান মুদ্রা নিয়ে পরীক্ষা নিরীক্ষার ফলাফলে উঠে এসেছে সম্পূর্ণ উল্টো খবর। এতদিন ধরে জাল হিসেবে বিবেচিত হওয়া এই রোমান মুদ্রাটিকে তাঁরা ঘোষণা করেছেন আসল বলে। এর ফলে অস্তিত্ব প্রমাণিত হয়েছে সম্পূর্ণ নতুন একজন রোমান সম্রাটের। রোমান সাম্রাজ্যের তৃতীয় শতকের বিপর্যয়ের সময়ে দানিউবের উত্তরে ডেসিয়া প্রদেশের রোমান ইতিহাস রচনায় খুলে গেছে এক গুরুত্বপূর্ণ দ্বার।