এক ক্লিকে বুদ্ধ
বৌদ্ধ ধর্মের ইতিহাস নিয়ে উৎসাহী। দেখতে চান বৌদ্ধ ধর্মের সাথে জড়িত সমস্ত প্রাচীন স্থাপত্য, ভাস্কর্য ইত্যাদি। কিন্তু মাথায় চিন্তা কি করে তা সম্ভব হবে। বৌদ্ধ ধর্ম তো এক আন্তর্জাতিক ধর্ম। ছড়িয়ে পড়েছিল দেশে-বিদেশে। এর সঙ্গে জড়িত প্রাচীন স্থাপত্য, ভাস্কর্য দেখতে হলে যে ভূপর্যটক হতে হবে। ঘুরতে হবে সুদূর প্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া। এমনকি যেতে হতে পারে ইউরোপের রাশিয়ায়। প্রচুর সময় এবং অর্থ – দু’এরই প্রয়োজন।
কিন্তু এই নিয়ে আর চিন্তা করার দরকার নেই। সমাধান এসে গিয়েছে। ভারতের ন্যাশনাল মিউজিয়াম, এশিয়ার কিছু দেশের মিউজিয়ামের সাথে চুক্তি করে বৌদ্ধিক স্থাপত্য এবং অন্যান্য ভাস্কর্য ভার্চুয়াল মোডে প্রদর্শনী করতে চলেছে। এই এক্সিবিশন হবে সম্পূর্ণ 3D মোডে। কয়েকটি ক্লিক, আর আপনিও পৌঁছে যাবেন ভারত, চীন, পাকিস্তান, রাশিয়া, কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান প্রভৃতি দেশের মিউজিয়ামের অন্দরমহলে, যেখানে রাখা আছে বৌদ্ধ ধর্মের সাথে জড়িত সমস্ত প্রাচীন স্থাপত্য, ভাস্কর্য ইত্যাদি। এই দারুণ প্রচেষ্টার জন্য ন্যাশনাল মিউজিয়াম-কে ধন্যবাদ দিয়ে, নিচের দেওয়া লিংকে ক্লিক করুন আর মেটাতে শুরু করুন বৌদ্ধ ধর্ম নিয়ে আপনার জ্ঞান পিপাসা।
– দীপ মন্ডল
অশোক স্তম্ভ সম্বন্ধে বিস্তারিত বর্ণনা , উৎপত্তি স্থল ও সময়
Thanks