সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

ফ্রান্সে পাওয়া গেল ব্রোঞ্জ যুগের প্রাচীন আঞ্চলিক মানচিত্র

ফ্রান্সে পাওয়া গেল ব্রোঞ্জ যুগের প্রাচীন আঞ্চলিক মানচিত্র

এপ্রিল ৭, ২০২১ ৪৭৬ 1

সম্প্রতি ফ্রান্সে একটি ব্রোঞ্জ যুগের পাথর পাওয়া গেছে। গবেষকরা বলেছেন যে, এটি সম্ভবত ইউরোপের প্রাচীনতম ত্রিমাত্রিক মানচিত্র।

সেন্ট বেলেক নাম পরিচিত পাথরটি সম্ভবত ১৯০০ – ১৬৫০ সাধারণ পূর্বাব্দের। পাথরটি পাওয়া গিয়েছিল কিন্তু বহু আগে। পল দ্য শ্যাটলার ১৯০০ সালে ব্রিটানির এক প্রাগৈতিহাসিক সমাধিক্ষেত্রে এটি খুঁজে পান। তিনি ছিলেন আঞ্চলিক ক্ষেত্র সমীক্ষক ও প্রত্নতত্ত্ববিদ। তারপরে সকলে এর কথা ভুলে যায়। ২০১৪ সালে শ্যাটলাররের বাড়ির একটি পরিখার মধ্যে ভূগর্ভস্থ ঘরে এটি আবার পাওয়া গেল।

পাথরের উপর খোদাই করা নিদর্শনগুলি দেখে প্রত্নতাত্ত্বিকেরা বলছেন এটি একটি ম্যাপ। তারা বলছেন বিভিন্ন স্থানগুলি এখানে লাইন দিয়ে যুক্ত করা হয়েছে। সম্ভবত ফ্রান্সের পশ্চিম ব্রিটানির কোনও অঞ্চলের মানচিত্র এটি। এমনকি ওই অঞ্চলের নদীর অবস্থান প্রায় ৮০% সঠিক।

এই স্ল্যাবটিকে ইউরোপের একটি পরিচিত অঞ্চলের প্রাচীনতম 3ডি মানচিত্র বলা যায়।

পুরো খবরটি পড়ার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন।

— মধুশ্রী বন্দ্যোপাধ্যায়।

bbc.com/news/world-europe

মন্তব্য তালিকা - “ফ্রান্সে পাওয়া গেল ব্রোঞ্জ যুগের প্রাচীন আঞ্চলিক মানচিত্র”

মন্তব্য করুন

আপনার ইমেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।