সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

লেখক: সুব্রত পাল

সুব্রত পাল
লেখকের জন্ম ১৯৬২, নবদ্বীপে। প্রথম জীবনে পিয়ারলেস (ফাইনান্স) কোম্পানিতে, পরবর্তীতে ‘একদিন’ দৈনিক পত্রিকায় বিভাগীয় সম্পাদকের চাকরি করেন। একাধিক লিটল ম্যাগাজিন সম্পাদনা করেছেন। কয়েকটি কবিতার বই সহ পঞ্চাশাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বর্তমানে কবিতা ও বিভিন্ন বিষয়ে প্রবন্ধ রচনা ছাড়া নবদ্বীপ ও নদিয়া বিষয়ক গবেষণার কাজে যুক্ত।
সবে তখন বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্রের দফতরে চাকরিতে গেছেন। নিয়মিত কার্টুন ছাপা হচ্ছে কাগজে। বরানগরের একটা অনুষ্ঠান থেকে আমন্ত্রণ এল। গুণীজন সংবর্ধনা। গাড়ি করে সভায় নিয়ে গেলেন আয়োজকরা। তাঁর সঙ্গেই সংবর্ধনা পাবেন অভিনেতা বিকাশ রায়, ফুটবলার শৈলেন মান্না, সাঁতারু আরতি সাহা প্রমুখ বিখ্যাত মানুষেরাও। যথারীতি ফুল-মানপত্র ইত্যাদি প্রদানের পর ভাষণ শুরু হল অনুষ্ঠানের সভাপতি যুগান্তর প্রত্রিকার সম্পাদক বিবেকানন্দ মুখোপাধ্যায়ের। সে ভাষণ আর থামে না। বিকাশ রায় আড়ালে ডেকে নিয়ে বললেন, “বাড়ি ফেরার ইচ্ছে আছে? তা হলে চলুন আমার সঙ্গে। নইলে অনেক রাতে পায়ে হেঁটে ফিরতে হবে।” তিনি তো অবাক। উদ্যোক্তাদেরই তো গাড়ি করে বাসায় পৌঁছে দেওয়ার কথা। হাসলেন বিকাশ রায়, “আপনি সবে গুণীজন হয়েছেন। নতুন এ লাইনে। এরা অনুষ্ঠানের আগে গাড়ি করে নিয়ে আসে। ফেরার দায়িত্ব কেউ নেয় না।” হতভম্ব তিনি সেদিন বিকাশ রায়ের গাড়িতে চুপি চুপি অনুষ্ঠান থেকে কাটলেন। এর পর দেখা হলেই বিকাশ রায় তাঁকে ‘কাঁচা গুণী’ বলে ডাকতেন।