সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

লেখক: সুভাষরঞ্জন চক্রবর্তী

সুভাষরঞ্জন চক্রবর্তী
অধ্যাপক সুভাষরঞ্জন চক্রবর্তী তার কর্মজীবন সম্পন্ন করেছেন বর্তমান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। কেবল ফরাসি বিপ্লব নয়, নেপোলিয়ানের আমলের ফ্রান্সকে নিয়ে তার মৌলিক ভাবনা প্রকাশিত হয়েছে। ক্রীড়া ইতিহাস, সিপাহী বিদ্রোহ – ইত্যাদি নানা বিষয় নিয়ে মৌলিক গ্রন্থ বা প্রবন্ধ রয়েছে, ইউটিউবে রয়েছে বেশ কয়েকটি মূল্যবান আলোচনা।
ফরাসি বিপ্লবের ইতিহাসচর্চা প্রায় ফরাসি বিপ্লবের পরেই শুরু হয়েছিল। ১৭৮৯ সালের ২৭ জুন আর্থার ইয়ং লিখেছিলেন যে, ‘সমস্ত ব্যাপারটাই মিটে গেছে এবং বিপ্লব সমাপ্ত হয়েছে।’ ইয়ং দীর্ঘদিন ধরে ফ্রান্সে ভ্রমণ করেছিলেন এবং তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা লিখেছিলেন।১ এডমন্ড বার্ক তার ‘রিফ্লেকশন্স অন দ্য ফ্রেঞ্চ রিভোলিউশন’ গ্রন্থে বিপ্লবকে একটি ষড়যন্ত্র হিসেবেই দেখেছিলেন।২ মিশলের ‘ফরাসি বিপ্লবের ইতিহাস’ ১৭৯৪ সালে রোবসপিয়েরের মৃত্যুর সঙ্গেই শেষ হয়ে যাচ্ছে। নেপোলিয়নের দাবি ছিল যে তিনি বিপ্লবকে ১৭৯৯ সালে সমাপ্ত করেছিলেন। ফরাসি বিপ্লবের চরিত্র, কারণসমূ্‌হ, তাৎপর্য, বিভিন্ন কুশীলবের ভূমিকা, বিপ্লবের প্রভাব ইত্যাদি সমস্ত দিক দিয়েই ঐতিহাসিকরা দুশো বছরের বেশি সময় ধরে পর্যালোচনা করেছেন এবং নিজেদের অনুভূতি, মতাদর্শ ও সময়ানুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করেছেন।