শর্মিষ্ঠা দত্তগুপ্ত ইতিহাস চর্চা, লেখালিখি ও ইতিহাস উপস্থাপনার উদ্ভাবন নিয়ে কাজ করেন। প্রকাশিত গবেষণা গ্রন্থ Identities and Histories: Women's Writings and Politics in Bengal (২০১০)। সহ-সম্পাদনা করেছেন 'বিপন্ন সময়: বর্ণবাদ, জাতীয়তাবাদ, বাক্স্বাধীনতা ও আজকের ভারত' (২০১৬)। ২০২০ সালের গোড়ায় তিনি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের জন্যে কিউরেট করেন জালিয়ানওয়ালাবাগ নিয়ে একটি ইন্সটলেশান প্রদর্শনী। তিনি 'এবং আলাপ' সংস্থার প্রতিষ্ঠাতা-সম্পাদক ও নারীবাদী আন্দোলনের কর্মী।