সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

লেখক: শান্তনু দত্ত চৌধুরী

শান্তনু দত্ত চৌধুরী
লেখক শান্তনু দত্ত চৌধুরী কর্মজীবনে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উপ তথ্য অধিকর্তা ছিলেন। বর্তমানে 'সপ্তাহ' পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্য।
রাজ্যের রাজধানী রাঁচির কাছেই গুমলা। পাহাড় জঙ্গলে ঘেরা এই অঞ্চল আদিবাসীদের বাসভূমি। আদিবাসীদের মধ্যে ওঁরাও সম্প্রদায়ের সংখ্যাধিক্য। গত শতাব্দীর দ্বিতীয় দশকে এই অঞ্চলের 'চিংড়ি নাভাটোলি' গ্রাম থেকে ওঁরাও সম্প্রদায়ের মধ্যে এক নব জাগরণ আন্দোলনের সূত্রপাত হয়। গ্রামের পঁচিশ বছরের তরতাজা যুবক 'যাত্রা ওঁরাও' ছিলেন এই জাগরণের হোতা। ১৯১৪ সালে যাত্রা ওঁরাও ঘোষণা করেন, তাঁদের দেবতা 'ধর্মেশ'- এর কাছ থেকে তিনি 'ওঁরাও' রাজ প্রতিষ্ঠা করার নির্দেশ পেয়েছেন। যাত্রা বলেন ওঁরাওদের ধর্মের কলুষতা থেকে মুক্ত করতে হবে। মদ্যপান, পশুবলি, ভূত বা আত্মায় বিশ্বাস, অপদেবতা সন্দেহে নিধন বন্ধ। যাত্রা কৃচ্ছতাসাধন, নিরামিষ ভক্ষণ ও নিয়ন্ত্রিত জীবনযাপনের জন‍্য আহবান জানান। এই আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ল। আর এই আন্দোলনের সঙ্গে অচিরেই যুক্ত হল জীবন ও জীবিকার প্রশ্নগুলি।