প্রাবন্ধিক, সমালোচক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগে অধ্যাপনা করেছেন দীর্ঘদিন। একসময় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করে প্রথাগত ডিগ্রী নিয়েও ফিল্ম স্টাডিজের মত একেবারে ভিন্ন শাখায় চলে আসেন সাহিত্য-সংস্কৃতির প্রতি ভালোবাসা থেকে।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ হলঃ সিনেমার রূপকথা, বুনো স্ট্রবেরি, ঋত্ত্বিকতন্ত্র, পাতালের চিরকুট, হে চলমান চিত্রমালা, স্থানাংক নির্ণয়, বার্গম্যান বিষয়ক, অন্তর্বর্তী প্রতিবেদন, ইবলিশের আত্মদর্শন সম্পর্কিত।