সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

লেখক: কালাম আজাদ

ঢাকা কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ স্নাতকোত্তর। এল. এল. বি. অধ্যয়ন করেন। গবেষণা করছেন ‘বাংলাদেশের ছোটগল্পে মুক্তিযুদ্ধ (১৯৭১-২০০০)’ শীর্ষক বিষয়ে।সাংবাদিকতা, লেখালেখি নেশা ও পেশা। বামধারার যুব সংগ্রাম ও সাংস্কৃতিক আন্দোলনের একজন নিবেদিত কর্মী। ২০০৫ সাল থেকে কবিতা, ছোটগল্পের পাশাপাশি মুক্তিযুদ্ধ এবং ইতিহাস বিষয়ক লেখালেখি করে আসছেন। ইতিমধ্যে তার প্রকাশিত গবেষণাধর্মী বইয়ের মধ্যে রয়েছে- ভাষা আন্দোলনে কক্সবাজার (২০১৫), রাজাকারনামা (২০১৬), বাংলাদেশের যুব আন্দোলন (২০১৭), কক্সবাজারে বঙ্গবন্ধু (২০২০), কক্সবাজারের সংগীত ও নাট্যচর্চার ইতিবৃত্ত (২০২১), মুক্তিযুদ্ধে আরাকানে বাঙালি শরণার্থী (২০২১), শহীদ সাবের: জীবন ও সাহিত্যকর্ম (২০২১)।
মানব সভ্যতা এগিয়েছে মানুষের বেঁচে থাকার লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে।টিকে থাকার এ পর্বে মানুষ তার বিজয়গাথাকে লিখে রাখতে পারেনি। হয়তো তখন তাদের মস্তিষ্কে এই বোধ-ই জন্মায় নি।হাজার বছরের তীব্র লড়াই আর সংগ্রামের ভিতর দিয়ে মানুষ যখন গুহাগাত্রে ছবির মাধ্যমে তার অনুভূতি প্রকাশ করতে থাকে তখন থেকেই মানুষের ইতিহাস শুরু হয়।প্রাগিতিহাস।এই সময় থেকে মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা হতে শুরু করে। এভাবেই ইতিহাসের যাত্রা শুরু বলে পণ্ডিতরা মনে করেন। তারপর আগুন জ্বালিয়ে গাছের গুঁড়িতে বসে দাদুর মুখে গল্প শুনে শুনে ইতিহাসের একটি মৌখিক রূপ দাঁড়ায়। ইশারা-ইঙ্গিত এবং গুহাগাত্রে তার বহিঃপ্রকাশ ঘটে। বঙ্গোপসাগরীয় এলাকায় বসবাসকারী নৃগোষ্ঠীথেকেহিন্দু মুসলিম, বড়ুয়া, মগ-রাখাইন–পৃথিবীর সব নরগোষ্ঠীর আদি যাত্রাপথ এভাবেই শুরু হয়েছে।