সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

লেখক: অরিজিৎ মুখোপাধ্যায়

ড. মুখোপাধ্যায় আধুনিক ইতিহাসের উপর স্নাতকোত্তর করার পর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকেই, বাংলার ছাত্র আন্দোলনের উপর গবেষণার কাজ শেষ করেন। এই সময়কালে দুটি আন্তর্জাতিক সহ চারটি জাতীয় স্তরের জার্নালে ছাত্র আন্দোলন সহ অন্যান্য বেশ কয়েকটি বিষয়ে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই নবজাতক প্রকাশনা থেকে তাঁর লেখা 'বাংলার ছাত্র আন্দোলনের দলিল' বইটি প্রকাশিত হয়েছে। গবেষণার পাশাপাশি তিনি সাংবাদিকতার কাজও করেছেন কালান্তর, স্টেটসম্যান, যুগশঙ্খের মতো পত্রিকায়।
একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ছাত্র আন্দোলন ও ছাত্র রাজনীতি অন্যতম চর্চিত বিষয়। সমাজের একটা অংশের মানুষ, ছাত্রদের আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে কট্টর বিরোধী। তাদের মতে ছাত্রদের রাজনীতির সঙ্গে যুক্ত থাকাটা অপ্রয়োজনীয়। সরকার বা প্রশাসনের উচিত ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা। আর একাংশের মানুষ ছাত্র আন্দোলন ও ছাত্র রাজনীতিকে ছাত্রদের অধিকারস্বরূপ ব্যাখ্যা করার চেষ্টা করেন। কিন্তু ছাত্র রাজনীতিকে শুধু অধিকার হিসাবে দেখলে তা নিতান্তই ক্ষুদ্র দৃষ্টিভঙ্গীর পরিচয় হবে। অপরদিকে ছাত্র আন্দোলন নিষ্প্রোয়জন বা ছাত্রদের রাজনীতির বাইরে রাখার তত্বটাও কোনওভাবে গ্রহণ যোগ্য হতে পারে না। এই দুটি অংশের বাইরে আর একটি অংশ আছে, যে অংশটি ভারতবর্ষের স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার কয়েক বছর পর পর্যন্ত ছাত্র আন্দোলনকে প্রাসঙ্গিক বলে মনে করেন। কিন্তু বর্তমান সময়ের ছাত্র রাজনীতিকে আর প্রাসঙ্গিক হিসাবে দেখেন না। কারণ হিসাবে, ছাত্র রাজনীতি ও আন্দোলনের ধারার পরিবর্তনকে দায়ী করার চেষ্টা করেন।