সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

লেখক: অমিত দে

অমিত দে
প্রফেসর অমিত দে দীর্ঘদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সঙ্গে যুক্ত। মধ্য এবং আধুনিক যুগে দক্ষিণ এশিয়ায় 'ইসলাম এবং ইসলামিক অতীন্দ্রিয়বাদ' নিয়ে তার চারটি গ্রন্থ এবং ৫০ টিরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। অধ্যাপনা ও গবেষণা ছাড়াও তিনি বাংলা ভাষায় ইতিহাস চর্চার সম্প্রসারণের প্রয়োজনে একটি বাংলা একাডেমিক জার্নাল 'ইতিকথা'-র সহ-সম্পাদক হিসেবে যুক্ত রয়েছেন।
১৯৯৫ সালের ডিসেম্বরের এক শীতল ও সিক্ত সন্ধ্যায় ইংল্যান্ডের সোয়াস-এ, বিশিষ্ট লেখক গুলাম মুর্শিদ মন্তব্য করেছিলেন, রবীন্দ্রনাথ মুসলিম সমাজ সম্পর্কে তেমন কিছু লেখেননি। প্রয়াত অধ্যাপক ধ্রুব গুপ্ত অবশ্য এই মন্তব্যের প্রত্যুত্তরে জানিয়েছিলেন, মুসলিম সমাজের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক কেবলমাত্র পরিমাণগত দিক থেকে বিচার করা ঠিক নয়। বরং এই বিষয়ে বিশ্বকবির আলোচনাগুলির গুণগত মূল্যায়ন করতে পারলে তা আরও অর্থবহ হবে। রবীন্দ্রনাথের মুসলিম সমাজের উপর আলোচনায় যে অন্তর্দৃষ্টির গভীরতা লক্ষ্য করা যায়, তা এমনকি ইসলাম সম্পর্কে বিশেষজ্ঞদের পর্যন্ত বিস্মিত করে। প্রকৃতপক্ষে এই কারণেই আমি উত্সাহিত হয়েছি এই রকম কম আলোচিত ভূখণ্ডে ঐতিহাসিক গবেষণা এগিয়ে নিয়ে যেতে।