সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

ইজরায়েলে ইসলামের প্রথম দশকের মসজিদের অবশিষ্টাংশ পাওয়া গেছে

ইজরায়েলে ইসলামের প্রথম দশকের মসজিদের অবশিষ্টাংশ পাওয়া গেছে

ফেব্রুয়ারি ১, ২০২১ ৫৯০ 0

সম্প্রতি প্রত্নতাত্ত্বিক খননের ফলে ইজরয়েলের টাইবরিয়াসে সী অফ গালিলির দক্ষিণে একটি মসজিদের ভগ্নাবশেষ পাওয়া গেছে। হিব্রু বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক কাতিয়া সিট্রিন সিল্ভারম্যান বলছেন, এটি তৈরি হয়েছিল ৬৭০ সাধারণ অব্দে। একেবারে প্রাথমিক পর্বের মসজিদের গঠন ইত্যাদি বুঝতে এই মসজিদ সহায়তা করবে বলে প্রত্নতাত্ত্বিকরা মনে করছেন।

প্রাথমিক পর্বে সদ্য বিজয়ী এই শহরে নির্মিত প্রথম মসজিদটি স্থানীয় অন্যান্য ধর্মের উপাসনালয় যেমন বাইজানটাইন গির্জার পাশেই দাঁড়িয়েছিল। অমুসলিম জনগোষ্ঠী ও অন্যান্য ধর্মের প্রতি সহনশীল দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিল সেই সময়ে এই অঞ্চলে প্রবেশকারীগণ।

মসজিদের এই প্রথম পর্বটি সুবিশাল ও চোখ ঝলসানো কাঠামোর দিকেও নজর দেয় নি। বরং সেই কাঠামো ছিল “আরও নম্র”। অর্ধ শতাব্দী পরে এটি প্রতিস্থাপন করেছিল বৃহৎ এক মসজিদ।

আসুন সকলে মিলে পড়ে নেই মসজিদ স্থাপত্যের প্রথম যুগের কথা।

–মধুশ্রী বন্দ্যোপাধ্যায়

Theguardian.com/remnants-of-mosque-from-earliest-decades-of-islam

মন্তব্য করুন

আপনার ইমেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।