সম্পাদকীয়
জীর্ণ পুরাতন যাক ভেসে যাক
মাসের শেষ, বছরেরও শেষ।
কবি বলেছেন, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক।
যে বৃহৎ দুই যুদ্ধে পৃথিবী কেঁপে কেঁপে উঠছে, সেই পুরাতন যুদ্ধ নতুন বছরে ভেসে যাক। আর কোনো ভীতিপ্রদ, নৃশংস ও ভয়ঙ্কর যুদ্ধের অভিশাপ যেন পৃথিবীকে আঘাত না করে। আর কোনো শিশু যেন সময়ের আগে শুকিয়ে ঝরে না পরে। আর কোনো যুবক যেন প্রেমিকার ছবি বুকে চেপে যুদ্ধক্ষেত্রে প্রাণ না হারায়।
ফিরে আসি নিজেদের পৃথিবীতে। এই নিশাকালে দুই বঙ্গে সাম্প্রদায়িক শক্তি, বিভেদের শক্তি বৃদ্ধি পাচ্ছে। নতুন বছর যেন আমাদের একত্রিত করে, সাম্প্রদায়িক ভেদাভেদের উর্ধে উঠতে সাহায্য করে।
আমরা যেন শান্তিতে নৈর্ব্যক্তিকভাবে ইতিহাসের চর্চা করতে পারি। দুই বাংলার পাঠকের জন্য আমাদের কার্যক্রম জারি রাখলেও অন্য ভাষাভাষী ইতিহাসপ্রেমী পাঠক ও ইতিহাসবিদদের কাছ থেকে যেন জানতে পারি, শিখতে পারি। বিভিন্ন জনজাতি মানুষের ইতিহাস নিয়ে যেন নতুন বছরে গবেষণা ও চর্চা চালাতে পারি।
ইতিহাস আড্ডার শুরু হয়েছে ২০২০ সালের জুলাই মাসে। এই সময়কালে ৩৮১টি নিবন্ধ পোর্টালে প্রকাশিত হয়েছে, লেখক সংখ্যা ৯০ এবং দৈনিক পাঠক ২৫০ থেকে ৩০০।
‘ইতিহাস আড্ডা’র মুখবই ও পোর্টালের পাতায় দক্ষিণ এশিয়ার, বিশেষত ভারত ও বাংলাদেশের, সাম্প্রতিকতম সামাজিক, রাজনৈতিক ও আর্থিক পরিবর্তনের ঐতিহাসিক প্রেক্ষাপটকে পাঠকদের সামনে নিয়মিতভাবে উপস্থিত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকব। আমাদের এই পোর্টালটি এখনও তার শৈশবে আছে; সবে সে পায়ে পায়ে হাঁটতে শিখেছে। অব্যবসায়ী এমন একটি প্লাটফর্ম টিকে থাকতে পারে কেবল পাঠক ও লেখকের সার্থক সমন্বয়ে। সকলের সাহায্য ছাড়া এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব।
আমরা নিশ্চিত, যে সংকল্প নিয়ে ‘ইতিহাস আড্ডা’র জন্ম, সেই মুক্তমনা, যুক্তিনির্ভর, তথ্যভিত্তিক ইতিহাসের ধারা আজকের এই পৃথিবীর গভীর গভীরতর অসুখকেও অতিক্রম করে বহমান থাকবে, আর সচেতনতা ও বিভেদের বিরুদ্ধতা হবে আমাদের পথ চলার মন্ত্র। আমরা ‘ইতিহাস আড্ডা’র সামাজিক মাধ্যমের মঞ্চে সেই দায়িত্বকে পালন করতে চাই।
আমরা নিশ্চিত, আগামী দিনেও আজকের মতই ‘ইতিহাস আড্ডা’র মিছিলে লেখক আর পাঠক একসঙ্গে চলবে, পাশাপাশি, হাতে হাত রেখে; আমাদের এই প্রিয় পৃথিবীকে আরও বেশি করে জানার জন্য, নিজেদেরই বাঁচবার জন্য।
‘ইতিহাসে ঘুরপথ ভুল পথ গ্লানি হিংসা অন্ধকার ভয়
আরো ঢের আছে, তবু মানুষকে সেতু থেকে সেতুলোক পার হতে হয়।’
বাংলা ভাষায় ইতিহাস চর্চাকে উৎসাহিত করুন। নতুন বছরে শুভেচ্ছা জানাই।